Cyclone Jawad: কোণ দেশ জাওয়াদ ঘূর্ণিঝড়ের নাম করণ করলেন - 'জাওয়াদ' কথার অর্থ কী ?

বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে এক 'ঘূর্ণিঝড়'।উৎপত্তিঃ দক্ষিণ থাইল্যান্ড সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়ে বর্তমানে আন্দামান সাগরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে।যা ৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। দিল্লির(ভারত) মৌসম ভবন জানিয়েছে, নতুন ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর আছড়ে পড়ার সম্ভাবনা স্থান হল - অন্ধ্রপ্রদেশের  উপকূল থেকে ওড়িশা  উপকূলীয় এলাকা।

'জাওয়াদ' কথার অর্থ কী ?
Cyclone Jawad- জাওয়াদ

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বিগত ১৩২ বছর বাদে  ডিসেম্বর মাসে ওড়িশা  কিংবা অন্ধ্র  উপকূলে আছড়ে পড়বে কোনও ঘূর্ণিঝড়।মূলত উত্তর ভারত মহাসাগরের কোলে থাকা ১৩ টি দেশ আরব ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব আমিরশাহী,শ্রীলঙ্কা, সৌদি আরব ও থাইল্যান্ড, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, ইয়েমিন, ।বঙ্গোপসাগরের বুকে থাকা ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব।আরবি ভাষায় যার অর্থ হল - করুণাময় বা উদার।আর এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে অন্ধ্র-ওড়িশা সীমান্ত বরাবর।তাই বাড়তি সতর্কতা রয়েছে উপকূল এলাকায়।ওড়িশার উপকূল এলাকায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে আগামী ৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার। লাল সতর্কতা জাড়ি করা হয়েছে।শুক্রবার থেকেই মৎস্যজীবীদের  সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।


Post a Comment

0 Comments