CryptoCurrency |
ক্রিপ্টোকারেন্সি - CryptoCurrency
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি কথাটির সঙ্গে কম বেশি সবাই পরিচিত। তবে, কয়েক বছর আগে বা তারও অধিক সময়ে ক্রিপ্টোকারেন্সি(CryptoCurrency) ছিল একটি একাডেমিক ধারণা যা বিশ্বের কাছে প্রধানত অজানা ছিল।
তাহলে, এই ক্রিপ্টোকারেন্সি আসলে কী?
- ক্রিপ্টোকারেন্সি হল - একটি অনলাইন বা ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা যা ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত বা ক্রিপ্টোগ্রাফির দ্বারা পরিচালিত হয়। এই ডিজিটাল অর্থ বা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ বিকেন্দ্রীক্রিত( কেন্দ্র বা সরকারের কোন হস্তখেপ নেই) যেটি ব্লকচেইন প্রজুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
- এই অর্থ বা মুদ্রা হল - এক প্রকার সাংকেতিক মুদ্রা অর্থাৎ বর্তমান যুগে এই মুদ্রার কোন আকার বা শারীরিক রুপ নেই। এই মুদ্রাকে আমরা চোখে দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না।
- যেহেতু এই মুদ্রার কোন আকার নেই অর্থাৎ চোখে দেখতে পায় না, সেই কারনে এই মুদ্রার লেনদেন করতে হলে আপনাকে ইন্টারনেটেই করতে হবে।
এবার দেখে নেওয়া যাক, সেরা ১০ টি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি বা ওয়েব সাইট যা আপনাকে অর্থ (ক্রিপ্টোকারেন্সি) উপার্জন করতে সাহায্য করবে - Top 10 CryptoCurrency Web Site
- Crypto.com
- Coinbase
- Binance
- Kraken
- BlockFi
- Voyager
- Gemini
- Changelly
- KuCoin
- FTX
আমরা বলতে পারি, ২০০৮ সালে বিটকয়েনের (Bitcoin) সূত্রপাত বা আবির্ভাবের পরই ক্রিপ্টোকারেন্সি যুগের আমূল পরিবর্তন আসে। সারা বিশ্বের বেশিরভাগ মানুষ বিটকয়েনের সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেট চিনতে পারে। ক্রিপ্টো ব্যক্তিগত এবং ব্যবসায়িক কার্যকলাপের বিভিন্ন দিকগুলিতে আকর্ষণ লাভ করেই চলেছে।
যেহেতু আমাদের বর্তমান প্রজন্ম আরও প্রযুক্তিগতভাবে চালিত হয়ে উঠছে, তাই বিভিন্ন ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমেই তাদের আর্থিক স্বপ্নগুলি উপলব্ধি করতে চায়। বিভিন্ন সাইট আছে যা এক্সচেঞ্জ, ট্রেডিং, বা ICO সাইট যা একটি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে লাভ জেনারেট করার বিভিন্ন উপায় অফার করে।
এই পৃষ্ঠাতে, আমরা সেই সব শীর্ষস্থানীয় সাইটগুলি বা কোম্পাণী গুলীকে তালিকাভুক্ত করেছি - যেগুলি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং লাভের দুর্দান্ত উপায় অফার প্রদান করে।
0 Comments
Thank you for contacting jibonta.in! Please let us know how we can help you.