বনলতা সেন কবিতার সংক্ষিপ্ত বা MCQ প্রশ্নোত্তর।

 


                 বনলতা সেন                                                                  জীবনানন্দ দাস

1) বনলতা সেন কবিতায় কবি জীবনানন্দ দাশ কত বছর ধরে পৃথিবীর পথ হাটিতেছে ?


উত্তর : হাজার বছর ধরে।



2) বনলতা সেন কবিতায় কবি কোন সমুদ্র কথা বলেছেন ? 


উত্তর : সিংহল।


3) বনলতা সেন কবিতার কবি কোন সাগরে কথা বলেছেন ? 


উত্তর : মালয় সাগরে কথা।



4) বিদর্ভ নগরে। এই বিদর্ভ কথার অর্থ কী.?


উত্তর : আধুনিক বিদরের প্রাচীন নাম।


5) চারিদিক জীবনের সমুদ্র সফেন।

     এই সফেণ কথার অর্থ কী ?

     

উত্তর: সফেণ কথার অর্থ হল - ফেনাযুক্ত বা ফেনাময়।


6) বনলতা সেন কবিতায় কবিকে দু- দণ্ড শান্তি দিয়েছিল কে ?


উত্তর : নাটোরের বনলতা সেন ।


7) "এতদিন কোথায় ছিলেন" - উক্তিটি কার ?


উত্তর - উক্তিটি, বনলতা সেনের।


8) বনলতা সেন কবিতায় কবি কোন পাখির কথা তুলে ধরেছেন ?


উত্তর : চিল


9) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে -


  (ক) কাক                     (খ) ময়ূর


  (গ) চিল                       (ঘ) বক


10) পৃথীবির সব রং নিভে গেলে _ করে আয়োজন।


 (ক) জোনাকির রং           (খ) পাণ্ডুলিপি


  (গ) তারা                         (ঘ) চাঁদ



11) তখন গল্পের তরে _ রঙে ঝিলমিল।


উত্তর : জোনাকির


12) কবিতায় শেষে কবি কার মুখোমুখি বসেছিলেন ?


উত্তর : বনলতা সেনের মুখোমুখি

তোমাদের কে অসংখ্য ধন্যবাদ , আমি আশা করছি তোমাদের একটু হলেও সাহায্যে করতে পেরেছি। 

তোমাদের কাছে অনুরোধ follow করে রাখার জন্য। পরবর্তী তে আরো অনেক পোস্ট করবো সেগুলির notification পাওয়ার জন্য। 

Follow করবে কী ভাবে -

কোনো পোস্টের নিচের দিকে স্ক্রল করার পর follow by Email অপশন পাবে সেখানে তোমার Email পুট করে Subscribe অপশন এ ক্লিক করে দিও। এখন ক্লিক করে দেখে নাও (Example)👇👇👇



Post a Comment

1 Comments

Thank you for contacting jibonta.in! Please let us know how we can help you.