Scholarship for Madhyamik and Higher Secondary Passed Student - West Bengal in Bengali

Scholarship for Madhyamik and Higher Secondary Passed Student - West Bengal in Bengali

Scholarship
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্ট বা ফলাফল, এরপর আসে পরবর্তী অধ্যায়ন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে, তাদের পছন্দমতো কোর্স (আর্টস, সাইন্স, কমার্স) নিয়ে পড়াশোনা করে।

পশ্চিমবঙ্গে বসবাসকারী অধিকাংশ অধিবাসী মধ্যবিত্ত পরিবার বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছে, এই রকম পরিবার বা ফ্যামিলির মেধাবী ছাত্র- ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন স্কলারশিপ প্রকল্প বা স্কিম চালু করেছে। ছাত্র- ছাত্রীদের জন্য কী কী বৃত্তি প্রকল্প বা স্কলারশিপ স্কিম আছে তা দেখে নেওয়া যাক-

পশ্চিমবঙ্গের স্কলারশিপের তালিকা:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা ছাত্র-ছাত্রীর যোগ্যতার ওপর ভিত্তি করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বৃত্তি প্রকল্প বা স্কলারশিপ স্কিমের মধ্যে একটি জন্য আবেদন করতে পারে।

বিকাশ ভবন স্কলারশিপ/স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ/SVMCM স্কলারশিপ:

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা WBHED দ্বারা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ প্রদান করা হয়।
  • যে সকল ছাত্র-ছাত্রী তাদের শেষ পরীক্ষায় 75% নম্বর পেয়েছে সেই সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের যোগ্য।
  • এই স্কলারশিপ বা বৃত্তির পরিমান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কোর্সের উপর নির্ভর করে।
  • আবেদন প্রক্রিয়া শুরু - সেপ্টেম্বর (অনলাইন)
  • আবেদন প্রক্রিয়া শেষ - ফেব্রুয়ারি (১৫ - ই )
  • ন্যূনতম পারিবারিক বার্ষিক আয় - ₹80,000
  • ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ওয়েবসাইট - svmcm.wbhed.gov.in

নবান্ন স্কলারশিপ:

বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল,দ্বারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে বা দুর্বল সেইরকম পরিবারের অন্তর্গত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়।
  • ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে 65%, উচ্চমাধ্যমিকে 60%, কলেজে 55% নম্বর পেতে হবে।
  • ন্যূনতম পারিবারিক বার্ষিক আয় - ₹60,000 এর বেশি হবে না।
  • বার্ষিক স্কলারশিপ- এর পরিমান ₹10,000
  • আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ নেই। (তবে, ছাত্র-ছাত্রীদের শীঘ্রই আবেদন করে নেওয়াই ভালো।)
  • ওয়েবসাইট - wbcmo.gov.in
  • যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থা থেকে কোনো রকম স্কলারশিপ পাচ্ছে বা পায় , সেই সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

SC,ST,OBC ছাত্র-ছাত্রীদের জন্য OASIS স্কলারশিপ:

OASIS স্কলারশিপটি Backward Classes Welfare Department of West Bengal কর্তৃক প্রদান করা হয়।
  • ওয়েবসাইট - Oasis.gov.in
  • অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু - জুন
  • অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ - ডিসেম্বর
  • ন্যূনতম পরিবারিক বার্ষিক আয় - ২.৫ লাখের বেশি হবে না।

জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলার্শিপ স্কিম/GP Birla foundation scholarship scheme:

এই স্কলার্শিপ একমাত্র কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক পাস করেছে এরকম ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না।
  • যে সকল ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় 80% (রাজ্য বোর্ডে) 85% কেন্দ্রীয় বোর্ডে নম্বর পেয়েছ, তাহারা এই স্কলারশিপ আবেদনের যোগ্য।
  • ছাত্র-ছাত্রীরা অফলাইন ও অনলাইনে উভয় ভাবে আবেদন করতে পারবে।
  • এই স্কলারশিপ মোট আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ১০০ জনকে দেওয়া হয়।
  • আবেদন শুরু হয় - জুলাই
  • আবেদনের শেষ তারিখ - সেপ্টেম্বর
  • ওয়েবসাইট - gpbirlafoundation.com
  • এই স্কলারশিপের আওতায় থাকা ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষার জন্য প্রতিবছর ₹50000 টাকা স্কলার্শিপ পাবে।
  • ন্যূনতম পারিবারিক বার্ষিক আয় - ₹3,00,000 বেশি হবে না।

আলো স্কলারশিপ স্কিম/Aalo scholarship scheme:

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণিতে পাঠরত (সাইন্স, আর্টস, কমার্স) ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করা হয়।

  • আলো দাতব্য সংস্থা এই বৃত্তি বা স্কলারশিপ প্রদান করে।
  • অনলাইন আবেদন শুরুর প্রক্রিয়া - সেপ্টেম্বর
  • অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ - ১৫- ই অক্টোবর
  • মাধ্যমিক পাশের পর একাদশ শ্রেণিতে পাঠরত এই স্কলারশিপ বা বিত্তির আওতায় থাকা ছাত্র-ছাত্রীকে প্রতিবছর ₹7200 টাকা করে দেওয়া হয়।
  • ছাত্রছাত্রীকে দশম শ্রেণীতে কলা অর্থাৎ আর্টসে 70% শতাংশ নম্বর এবং সায়েন্স বা কমার্সের 75% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • ওয়েবসাইট - aalo.org.in

ঐক্যশ্রী স্কলারশিপ:

পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিভাগ বা WBMDFC এই স্কলারশিপ প্রদান করে থাকে।
  • ঐক্যশ্রী স্কলারশিপটি ছাত্রছাত্রীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • ওয়েবসাইট - wbmdfcscholarship.org
  • প্রথম শ্রেণী থেকে পিএইচডি (P.Hd) কোর্সে পাঠরত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনের শুরুর তারিখ - ১৫ - ই আগস্ট
  • আবেদনের শেষ তারিখ - ১৫ - ই ডিসেম্বর

প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ প্রকল্প/priyamvada Birla scholarship scheme:

পশ্চিমবঙ্গের কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ।
  • পশ্চিমবঙ্গে স্নাতক বা আন্ডারগ্রাজুয়েট (UG) স্তরে পাঠরত মোট আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্যে ২৫ জনকে স্কলার্শিপ প্রদান করা হয়।
  • অনলাইন আবেদন শুরু - আগস্ট
  • অনলাইন আবেদন শেষ - সেপ্টেম্বর
  • পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের যোগ্য।
  • ওয়েবসাইট - pbs.southpoint.edu.in
  • প্রথম বর্ষের স্নাতক/আন্ডারগ্রাজুয়েট (UG) ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • ন্যূনতম পারিবারিক বার্ষিক আয় - ₹75,000 বেশি হবে না।
  • এই স্কলারশিপের আওতায় থাকা ছাত্র-ছাত্রীদের বছরে সর্বোচ্চ ₹24000 টাকা প্রদান করা হয়।

Paramparik scholarship:

পশ্চিমবঙ্গের শুধুমাত্র ছাত্র জন্য (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অনার্স) এই স্কলারশিপ প্রদান করা হয়।
এই স্কলারশিপের নিয়ম অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের পর যে সকল ছাত্র ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং গ্রাজুয়েশন এবং মাস্টার্স কোর্স গুলি নিয়ে ভারতের যেকোনো প্রান্তে পড়াশোনা করবে বা করছে সেই সকল ছাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • এই স্কলারশিপ আবেদনের জন্য কোন নির্দিষ্ট নম্বর বা শতাংশ নেই। (তবে, 80% নম্বর পাওয়া ছাত্রদের পক্ষে এই স্কলারশিপ পাওয়ার সম্ভবনা বেশি)
Helpline/যোগাযোগ:
  • paramparik_tradition@yahoo.co.in
  • Mob: 91- 9830211974
  • ওয়েবসাইট - www.paramparik.org

অনন্ত মেরিট স্কলারশিপ/ Anant merit scholarship:

পশ্চিমবঙ্গের যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 70% নম্বর পেয়েছে সে সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের আবেদন করতে পারবে।
  • মাধ্যমিক (CBSE/ICSE)
  • উচ্চমাধ্যমিক (CBSE+/ISC)
  • কলেজ
  • ন্যূনতম পারিবারিক বার্ষিক আয় ₹60,000 কম হতে হবে।
  • এই স্কলারশিপ প্রতিবন্ধী ছাত্রদের ও দেওয়া হয়।
  • মোট প্রাপ্য স্কলারশিপ-এর মধ্যে 50% মেয়েদের দেওয়া হয়।
  • এই স্কলারশিপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী দেওয়া হয়।
  • ওয়েবসাইট - Anandeducation.org 

কন্যাশ্রী :

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর/ PG ( Post Graduate) স্তরে পাঠরত শুধু মাত্র মেয়েরা বা ছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়।

যেসকল ছাত্রীকে K2 স্কিমের আওতায় রয়েছে সেই সকল ছাত্রীকে K3 স্কিমের জন্য যোগ্য।
  • কন্যাশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য ছাত্রীকে বা ছাত্রীদের UG(undergraduate) স্তরে 45% নম্বর পেতে হবে।
  • কন্যাশ্রী স্কলারশিপের নিয়ম অনুযায়ী সাইন্সে (Scince) পাঠরত ছাত্রীদের জন্য ₹2,500 টাকা প্রতি মাসে প্রদান করা হয়।
  • আর্টস ছাত্রীদের জন্য ₹2000 টাকা প্রতি মাসে দেওয়া হয় ।
  • কন্যাশ্রী স্কলারশিপে আওতায় থাকা ছাত্রীদের মাসিক বা বার্ষিক পারিবারিক আয় কত বা কি ? তা গণ্য করা বা বিবেচনা করা হয় না।
  • ওয়েবসাইট - svmcm.wbhed.gov.in




Post a Comment

1 Comments

Thank you for contacting jibonta.in! Please let us know how we can help you.