SVMCM Scholarship |
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে এই রকম পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী বা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন ধরনের বিত্তি বা স্কলারশিপ প্রদান করে থাকে। এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা করে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অন্যতম প্রধান বৃত্তি প্রকল্প হল - Swami Vivekananda Merit Cum Means Scholarship (SVMCM) বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স বিত্তি বা স্কলারশিপ।
- SVMCM স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Question ? | Answer * |
---|---|
Provide | WBHED / West Bengal State Govt. |
Eligible of Course | HS, PG,UG Honours, Medical, Engineering, Nursing, Para-Medical, Diploma. |
অনলাইন আবেদনের শুরুর তারিখ | অক্টোবর |
অনলাইন আবেদনের শেষ তারিখ | ফেব্রুয়ারি (১৫-ই) |
নূন্যতম পারিবারিক আয় | INR 80,000 |
Website | Svmcm.wbhed.gov.in |
SVMCM স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে বা কি কি প্রয়োজন তা দেখে নেওয়া যাক -
- Higher Secondary.
- Under Graduate.
- Post Graduate
- Diploma Course.
উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী/ HS Student:
মাধ্যমিকে ছাত্র-ছাত্রীকে 75% নম্বর এবং উচ্চমাধ্যমিকে যেকোনো কোর্সে (আর্টস, সাইন্স, কমার্স) ভর্তি হওয়ার পর, ছাত্র-ছাত্রীরা SVMCM স্কলারশিপে আবেদন করতে পারবেন।
ডিপ্লোমা ছাত্র-ছাত্রী/ Diploma Student:
ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রথম বছরের ডিপ্লোমা কোর্সে (পলিটেকনিক) ভর্তির হবার পর বা ভোকলেট পরীক্ষায় পাশ হওয়ার পর দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা কোর্সে (পলিটেকনিক) ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা SVMCM স্কলারশিপ আবেদন করতে পারবেন।
- ছাত্র-ছাত্রীদের প্রথম বর্ষে 75% নম্বর পেতে হবে।
স্নাতক ছাত্র-ছাত্রী/ UG Student:
উচ্চ মাধ্যমিকে মোট পাঁচটি বিষয় মিলিয়ে ছাত্র-ছাত্রীকে 75% নম্বর পেতে হবে।
উচ্চমাধ্যমিকের পর Engineering/ GNM Nursing/ Medical/ General Education/ Para-medical/ diploma Course.
এইসব বিভিন্ন স্নাতক কোর্সে, প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা SVMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী/ PG Student:
- স্নাতকোত্তরে পাঠরত ছাত্র-ছাত্রী SVMCM স্কলারশিপ আবেদন করতে পারবেন। তবে, ছাত্র-ছাত্রীদের UG ( Under Graduate) স্তরে 53% নম্বর পেতে হবে।
- স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং / সাধারণ শিক্ষা কোর্সের জন্য প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা SVMCM স্কলারশিপ আবেদন করতে পারবেন। তবে, ছাত্র-ছাত্রীদের স্নাতক ( Under Graduate) স্তরে 55% নাম্বার পেতে হবে।
Course | Amount/Month |
---|---|
HS | ₹ 1,000 |
Arts (UG) | ₹ 1,000 |
Commerce (UG) | ₹ 1,000 |
Science (UG) | ₹ 1,500 |
Professional Course(UG) | ₹ 1,500 |
Arts (PG) | ₹ 2,000 |
Commerce (PG) | ₹ 2,000 |
Science (PG) | ₹ 2,500 |
Professional Course (PG) | ₹ 2,500 |
NON - NET (M.Phil, Ph.D) | ₹ 5,000 - 8,000 |
Engineering / Medical / Honours (UG) | ₹ 5,000 |
Polytechnic / PARA-MEDICAL/GNM/Diploma Course | ₹ 1,500 |
Document:
- Aadhar Card
- Address prof
- Residential Certificate
- Ration Card
- HS Result
- Previous Results (Class/ Course)
- Income Certificate
- Photo
- Mobile Number
অনলাইন ফর্ম ফিলাপের সময় আরো কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। তাই - সব ডকুমেন্ট ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাখতে হবে।
SVMCM Helpline:
Question ? | Answer * |
---|---|
Contact Number | 18001028014 |
helpdesk.svmcm-wb@gov.i |
অধিদপ্তর নির্বাচন / Directorate:
Course Name | Directorate |
---|---|
HS | Directorate of School Education (DSE) |
(UG)Under Graduate, (PG)Post Graduate (General Course) | Directorate of Public Instruction (DPI) |
MBBS, Nursing, Para-Medical, B.Pharm | Directorate of Medical Education (DME) |
Polytechnic | Directorate of Technical Education & Training (DTE &T) |
BE, B.Tech | Directorate of Technical Education (DTE) |
অন্যান্য প্রশ্ন ও উত্তর:
1) আমি একজন সংখ্যালঘু ছাত্র বা ছাত্রী এই SBMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো ?
- না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের WBMDFC দ্বারা পরিচালিত Aikyashree Scholarship (ঐক্যশ্রী স্কলারশিপ) নামে একটি বৃত্তি দেওয়া হয় আপনি এসবি এমসিএম স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না. ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবেন।
2) আমি কন্যাশ্রী K3 স্কলারশিপ আবেদন করেছি আমি এখন SVMCM স্কলারশিপ আবেদন করতে পারবো ?
- না,
3) অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবার পর আমার অনলাইন ফর্ম স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে ?
- সরকারি নিয়ম অনুসারে স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ফোর্ম জমা দেওয়া দরকার নেই।
4) আমার SVMCM স্কলারশিপের অনলাইন আবেদন পত্র কিছু ত্রুটি হয়েছে আমি এখন সংশোধন করতে পারবো ?
- না, তবে কোনো ত্রুটি সংশোধন করতে, আপনাকে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আপনার আবেদন পত্র আনলক করতে হবে তারপর আপনি, আপনার অনলাইন আবেদন পত্র সংশোধন করতে পারবেন।
Online Apply - Click Here
0 Comments
Thank you for contacting jibonta.in! Please let us know how we can help you.