ছদ্মনাম ও সাহিত্যিক
______________________________________________
সুভাষচন্দ্র বসু - মোহাম্মদ জিয়াউদ্দিন।
বিদ্যাসাগর - কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য।
কাজী নজরুল ইসলাম - ব্যাঙাচি
1) রবীন্দ্রনাথ ঠাকুর - আন্নাকালী পাকড়াশী, ভানুসিংহ, দিকশুন্য ভট্টাচার্য, অপ্রকটচন্দ্র ভাস্কর।
2) অখিল নিয়োগী - স্বপনবুড়ো।
3) বিমল ঘোষ - মৌমাছি।
4) নীহাররঞ্জন গুপ্ত - বানভট্ট।
5) মোহিতলাল মজুমদার- সত্য সুন্দর দাস।
6) বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।
7) বিনয় ঘোষ - কালপেঁচা।
8) চারুচন্দ্র চক্রবর্তী - জরাসন্ধ
9) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- কমলাকান্ত, দর্পনারায়ন পতিভুক্ত।
10) সত্যেন্দ্রনাথ দত্ত- নবকুমার কবিরত্ন।
11) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - অনিলা দেবী।
12) মধুসূদন দত্ত - তিমোথি পেন পোয়েম।
13) অশোক গুপ্ত - বিক্রমাদিত্য।
14) বীরেন ঘোষ - শঙ্কু মহারাজ।
15) প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।
16) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র - বিরুপাক্ষ।
17) সৈয়দ মুজতবা আলী - সত্যপীর, ওমর খৈয়াম।
_____________________________________________
18) বুদ্ধদেব বসু - বি. বু. ব.
19) সতীনাথ ভাদুড়ী - চিত্রগুপ্ত।
20) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - চন্দ্রহাস।
21) শক্তি চট্টোপাধ্যায় - রূপচাঁদ পক্ষী।
22) মুজাফফর আহমেদ - দ্বৈপায়ন।
23) স্বামী বিবেকানন্দ - বিবিদিষানন্দ।
24) মহাশ্বেতা দেবী - সুমিত্রা দেবী।
25) প্রেমেন্দ্র মিত্র - কৃত্তিবাস ভদ্র।
26) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - হাবু শর্মা।
27) অন্নদাশঙ্কর রায় - লীলাময় রায়।
28) বিমল কর - অভিনন্দ।
29) গিরিশ ঘোষ - সেবক।
30) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - হাবু শর্মা।
31) রাজশেখর বসু - পরশুরাম।
32) রাম বসু - কনিষ্ক
33) কালিদাস রায় - বেতাল ভট্ট।
34) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় - ষড়ানন।
35) সমরেশ বসু - কালকূট।
36) চারুচন্দ্র চক্রবর্তী - জরাসন্ধ।
37) নীহাররঞ্জন গুপ্ত - বাণভট্ট।
38) অন্নদাশঙ্কর রায় - লীলাময় রায়
____________________________________________
39) পরিমল গোস্বামী - এক কলমী।
40) ললিত মুখোপাধ্যায় - বিজ্ঞান ভিক্ষু।
41) পূর্ণেন্দু পত্রী - সমুদ্র গুপ্ত।
42)প্রমথ চৌধুরী - বীরবল।
43) অমিতাভ চৌধুরী - নিরপেক্ষ / চাণক্য।
44) প্রফুল্ল চন্দ্র লাহিড়ী - কাফি খাঁ।
45) সুবোধ ঘোষ - সুপান্থ
46) দেবেশ রায় - বেদুইন।
47) ডিরোজিও - জুভেনিস।
48) দীনবন্ধু মিত্র - সি এফ আন্ড্রু।
49) প্রভাতীকিরণ বসু - কাকাবাবু।
50) বি আর আম্বেদকর - চিত্রভানু।
51) রাসবিহারী বসু - পি এন ঠাকুর।
52) অবনীন্দ্রনাথ ঠাকুর - রসুন আলি।
53) রমাপদ চৌধুরী - পত্ৰনবিশ।
54) নিখিল সরকার - শ্রীপান্থ।
55) মণিশংকর মুখোপাধ্যায় - শংকর।
56) ভবানী মজুমদার - অভয়ঙ্কর।
_____________________________________________
57) দীপ্তেন্দ্রনাথ সান্যাল - নীলকণ্ঠ।
58) বিনয় মুখোপাধ্যায় - যাযাবর।
59) নারায়ণ সান্যাল - বিকর্ণ
60) প্রমথ নাথ বিশী - প্র.না.বি.
61) কালীপ্রসন্ন সিংহ - হুতোম পেঁচা, শ্রীযুক্ত মুলুকচাঁদ শর্মা
62) সমরেশ বসু - কালকূট, ভ্রমর।
63) শঙ্খ ঘোষ - কুম্ভক
64) রাধারানী দেবী - অপরাজিতা।
65) ভবানী সেনগুপ্ত - চানক্য সেন।
66) নারায়ণ গঙ্গোপাধ্যায় - সুনন্দ
67) গৌরকিশোর ঘোষ - রূপদর্শী।
68) মনীশ ঘটক - যুবনাশ্ব।
69) সুজিত নাগ - দিলদার।
70) অচিন্ত্যকুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।
71) প্রাণতোষ ঘটক- উদয় ভানু।
72) সুনীল গঙ্গোপাধ্যায় - নীললোহিত।
_____________________________________________
1 Comments
ভ্রমণসাহিত্যিক শঙ্কু মহারাজের আসল নাম জ্যোতির্ময় ঘোষ দস্তিদার - সংশোধন করুন !
ReplyDeleteThank you for contacting jibonta.in! Please let us know how we can help you.